দুয়ারে রেশনের পরীক্ষা মূলক ক্যাম্পে ব্যাঘাত

দুয়ারে রেশনের পরীক্ষা মূলক ক্যাম্পে ব্যাঘাত।প্রকল্পের পরীক্ষামূলক পর্যায়ের কাজ শুরু হতে সার্ভার সমস্যার অভিযোগ রেশন ডিলারের।সার্ভারের সমস্যার জেরে সাধারন মানুষকে তীব্র গরমে লম্বা লাইনে দীর্ঘক্ষন দাড়িয়ে থাকতে হচ্ছে।বুধবার সকালে ধূপগুড়ি পুরসভার ৯ নং ওয়ার্ডে দুয়ারে রেশনের পরীক্ষামূলক ক্যাম্পের আয়োজন করা হয়েছে।এদিন সকালে প্রচুর মানুষ এই ক্যাম্পে লাইনে দাড়ান।কিন্তু চার- পাঁচ জনকে রেশন বিলির পর বায়োমেট্রিক ফেলিওর বা সার্ভার এরর এর সমস্যায় পড়তে হচ্ছে রেশন ডিলারকে।এমনটাই অভিযোগ।
একদিকে পরিষেবা নিতে আসা গ্রাহক বা পরিষেবা দিতে আসা ডিলাররা সকলেই এই দুয়ারে রেশন প্রকল্পকে সাধুবাদ জানিয়েছেন।অনেকেরই এতে সুবিধা হবে এমনটাই আশা রাখছেন।তবে সার্ভার সমস্যা বা এই পরিষেবা দিতে গিয়ে যে খরচ সেই বিষয় নিয়ে নির্দিষ্ট কোনো নির্দেশিকা এখনো হাতে না পাওয়ায় খানিকটা দ্বিধাগ্রস্থ ডিলাররা বলে জানালেন ৯ নং ওয়ার্ডে পরিষেবা প্রদান কারী ডিলার তাতন কর।

আগামী ১৬ সেপ্টেম্বর থেকে মুখ্যমন্ত্রী এই প্রকল্পের উদ্বোধন করবেন।তার সমগ্র রাজ্য জুড়ে এই পরিষেবা পৌছবে মানুষের দুয়ারে।প্রথম দিনে সার্ভারের সমস্যা ডিলারদের ভাবিয়ে তুলছে বলে দাবি ডিলারের।একসঙ্গে রাজ্য জুড়ে কাজ শুরু হলে সার্ভার সমস্যা আরো বাড়তে পারে আশঙ্কা তাদের।সেকারনে এই কারনে সংশ্লিষ্ট দফতর বিষয়টি নিয়ে পদক্ষেপ নিলে সাধারণ মানুষের সমস্যা খানিকটা কমবে বলে আশা প্রকাশ করেছেন ডিলাররা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *