বাজারে আসতে চলেছে রিলায়্যান্স জিও-র নতুন স্মার্টফোন ‘জিওফোন নেক্সট’। সংস্থার চেয়ারম্যান মুকেশ অম্বানী বৃহস্পতিবার এই ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, এই উদ্যোগের জন্য গাঁটছড়া বেঁধেছে গুগল ও জিও। দুই সংস্থা মিলেই তৈরি করা হয়েছে এই নতুন স্মার্টফোন।
বৃহস্পতিবার অম্বানী বলেছেন, ”ভারতে এখনও ৩০ কোটি গ্রাহক রয়েছেন যাঁরা আর্থিক সমস্যার ফলে ৪জি স্মার্টফোন ব্যবহার করতে পারেন না। ফলে তাঁদের ২জি স্মার্টফোন ব্যবহার করতে হয়। তাতে অনেক সমস্যা হয়। তাই গ্রাহকদের কথা মাথায় রেখে সস্তায় ৪জি স্মার্টফোন আনার উদ্যোগ নিয়েছে জিও। এই কাজে আমাদের সাহায্য করেছে গুগল। আমরা ২জি মুক্ত ভারত গড়ার ডাক দিয়েছি।