ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে মূল অভিযুক্ত দেবাঞ্জন এর 3 ঘনিষ্ঠ কে গ্রেপ্তার করেছে কলকাতার গোয়েন্দা পুলিশ। ধৃত 3 জনে মধ্যে একজন সল্টলেক AJ 310 এর বাসিন্দা। নাম সুশান্ত দাস। ধৃত সুশান্ত দাস শোভাবাজার অফিসে বিজ্ঞাপন এজেন্সিতে কাজ করত বলে পরিবারের দাবি যদিও দেবাঞ্জন এর সঙ্গে কোনও লিংক ছিল কিনা পরিবার এ ব্যাপারে কিছু জানতেন না বলে জানিয়েছেন। পুলিশ সূত্রে খবর শোভাবাজারের যে অফিসে কাজ করতো সুশান্ত দাস ওই অফিসটি দেবাঞ্জন দেবের। গতকাল তাকে শোভাবাজারের সেই অফিস থেকেই গ্রেপ্তার করেছে পুলিশ।
সুশান্ত দাস এর সল্টলেকের বাড়ির ছবি ও তার মেয়ের বাইট।