গত সপ্তাহে লাগাতার বৃষ্টির পর এই সপ্তাহের শেষেও ঝোড়ো ইনিংস খেলতে চলেছে বৃষ্টি। উত্তরবঙ্গে রবিবার থেকে আগামী এক সপ্তাহ বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। রবিবার থেকে মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে । ৩০ জুন থেকে ২ জুলাইয়ের মধ্যে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে।
অন্যদিকে, শনিবার বেলা গড়াতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। রবিবার থেকে ৩ জুলাই পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।