পাড়ুই থানার অন্তর্গত মনোহরপুর গ্রামে বিজেপির দলীয় পতাকা খুলে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। যার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো সমগ্র গ্রামে। জানা গিয়েছে বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে মনোহরপুর গ্রাম জুড়ে বিভিন্ন জায়গায় বিজেপির তরফে তাদের দলীয় পতাকা টাঙ্গানো হয়েছিল। সোমবার সন্ধ্যায় সেই নিয়ে বিজেপি সমর্থকদের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসাও হয়। তারপরে মঙ্গলবার সকালে দেখা যায় মনোহরপুর গ্রামের রাস্তার চারিদিকে ছড়িয়ে পড়ে রয়েছে বিজেপির পতাকা। বিজেপির অভিযোগ তৃণমূল দুষ্কৃতীরা তাদের পতাকা খুলে ফেলে দিয়েছে। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা। এখন তৃণমূলের নামে অপপ্রচার করার জন্য মিথ্যা অপবাদ দিচ্ছে। এই ঘটনার জেরে এলাকায় অশান্ত পরিবেশ সৃষ্টি হলে ঘটনাস্থলে পৌঁছে যায় পাড়ুই থানার পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।
মনোহরপুর গ্রামে বিজেপির পতাকা খুলে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে
