ফের একবার পারদ চড়ল সোনার । সোমবারের তুলনায় মঙ্গলবার বেশ উর্ধ্বমুখী সোনার দাম। দাম বেড়েছে 24 ক্যারট খাঁটি সোনা থেকে 22 ক্যারট হলমার্কযুক্ত– সমস্তরকম সোনার। এই নিয়ে টানা দুদিন পরপর সোনার দাম বাড়ল। তবে সোনার বর্ধিত দামের দিনে কিঞ্চিৎ স্বস্তি দিয়েছে রুপো। শনিবারের তুলনায়, গতকাল দাম বেড়েছিল রুপোর । কালকের তুলনায় আজ অপরিবর্তিত আছে দাম।
উর্ধ্বমুখী সোনার দাম
