কলকাতায় সেঞ্চুরি করেই ফেলল পেট্রোল। কলকাতায় প্রথমবার ১০০ পার করল পেট্রোলের দাম। নতুন দাম ১০০ টাকা ২৩ পয়সা। মঙ্গলবার মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে নতুন মূল্য। মঙ্গলবার মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ৩৯ পয়সা বেড়ে হল ১০০ টাকা ২৩ পয়সা। ডিজেলের দাম লিটারে বেড়েছে ২৩ পয়সা। নতুন দাম হয়েছে ৯২ টাকা ৫০ পয়সা।
কলকাতায় সেঞ্চুরি পেট্রোলের
![](https://timesofbengal.com/wp-content/uploads/2021/06/images-2021-06-06T160208.340.jpeg)