ভাড়া বৃদ্ধি না হলে বাস চালানো সম্ভব নয়। বরং ঋণ দিয়ে সাহায্য করুক সরকার। এমনটাই দাবি রাখলেন বাস মালিক সংগঠনগুলি। শুক্রবার একটি সাংবাদিক সম্মেলন করে বাস মালিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ৫০ শতাংশ যাত্রী নিয়ে পুরনো ভাড়ায় বাস চালানো সম্ভব নয়। একটি যুক্তিযুক্ত ভাড়া নির্ধারণ করার দাবি জানিয়েছেন তাঁরা। একইসঙ্গে বাস মালিকদের স্বল্প সুদে ঋণ দেওয়ারও প্রস্তাব দেওয়া হয়েছে।
ভাড়া না বাড়লে চলবে না বাস, জানাল মালিক সংগঠন
