বহু বিজেপি কর্মী সমর্থকদের ওপর আক্রমণ চালানো হয়েছে। এমন অভিযোগ তুলে পুলিশ প্রশাসনের পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশনের কাছে দ্বারস্থ হয়েছিল বিজেপি। অবশেষে আদালতের নির্দেশের পর শুক্রবার দুপুরে দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদল। মূলত যেসব জায়গায় বিজেপি কর্মী সমর্থকরা আক্রান্ত হয়েছিলেন সেসব জায়গায় ঘুরে দেখেন তারা। কেন্দ্রীয় প্রতিনিধি দল কথা বলেন স্থানীয় মানুষদের সঙ্গে।
ভোট-পরবর্তী হিংসা খতিয়ে দেখতে জাতীয় মানবাধিকার কমিশন
