চিরাচরিত রীতি বদলে এবারেও ভক্তশূন্য পুরীতে শুরু রথযাত্রা অনুষ্ঠান. কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা জগন্নাথ মন্দির এলাকা। ৪৮ ঘণ্টা ধরে জারি থাকছে কার্ফু। মঙ্গলবার রাত আটটা পর্যন্ত কার্ফু ঘোষণা করেছে ওড়িশা প্রশাসন। সম্পূর্ণ ভ্যাকসিনের ডোজ নেওয়া সেবায়েতরাই কেবলমাত্র পুজোর কাজে যুক্ত হতে পেরেছেন। মাস্ক-স্যানিটাইজারের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। যদিও, বেশিরভাগ সেবায়েতের মুখেই মাস্ক দেখা যাচ্ছে না।
এবারেও ভক্তশূন্য পুরির রথযাত্রা
