রিসর্ট ও হোটেলে পর্যটকদের বেড়াতে আসা নিয়ে নতুন সরকারি নির্দেশিকার জেরে সমস্যায় পড়েছেন পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত থাকা ব্যবসায়ীরা। বিষয়টি নিয়ে শুক্রবার জলপাইগুড়ির জেলাশাসকের সঙ্গে দেখা করলেন গরুমারা ট্যুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল।
সরকারি নির্দেশিকার জেরে সমস্যায় পর্যটন কর্মীরা
![](https://timesofbengal.com/wp-content/uploads/2021/07/images-2021-07-14T105341.008.jpeg)