ভারতে করোনার তৃতীয় ঢেউ যে অনিবার্য, তা আগেই সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। কিন্তু, এ দেশে তৃতীয় ঢেউ ঠিক কবে নাগাদ আছড়ে পড়বে, এ নিয়ে নানা মুনির নানা মত। বিশ্বের অনেক দেশে তৃতীয় ঢেউয়ের যে আঁচ পড়ছে সে ব্যাপারে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই প্রেক্ষিতে ভারতে তৃতীয় ঢেউ ঠিক কবে আছড়ে পড়বে সে বিষয়ে মত দিলেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের অতিমারি বিশেষজ্ঞ বিশেষজ্ঞরা. অগাস্টের শেষেই দেশে আছড়ে পড়তে পারে তৃতীয় ঢেউ। দেশের বিভিন্ন অংশে মানুষ কোভিড বিধি না মেনেই জমায়েত করছেন। ভ্যাকসিন না নিয়েই কোভিড বিধি ভেঙে এভাবে জমায়েত করলে কোভিডের তৃতীয় ঢেউয়ের সুপার স্প্রেডার হওয়ার সম্ভাবনা বেশি থাকবে’। এমনটাই সাবধানবাণী বিশেষজ্ঞদের.
আগস্টেই তৃতীয় ঢেউ
