পশ্চিমবঙ্গের গণ্ডি পেরিয়ে জাতীয় রাজনীতিতে সরাসরি প্রবেশ করল তৃণমূল। বিজেপি বিরোধী ফ্রন্ট গড়ার ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়. বাংলা জয় করে এবার দিল্লি চলোর ডাক দিলেন নেত্রী। ২৮ তম বর্ষের ২১ জুলাইয়ে বাংলাকে ছাপিয়ে দেশের মানুষকে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।’ তিন ভাষায় বক্তব্য রাখলেন তিনি। ভার্চুয়াল ভাষণের মাধ্যমেই পৌঁছে গেলেন দিল্লি থেকে ত্রিপুরা। বক্তব্যে তুলে আনলেন পেগাসাস থেকে শুরু করে কোভিড মোকাবিলার প্রসঙ্গ।
Related Posts
পার্থ চট্টোপাধ্যায়ের বেহালার কার্যালয়ে শহিদ দিবস
পার্থ চট্টোপাধ্যায়ের বেহালার কার্যালয়ের সামনে আজ একুশে জুলাই উপলক্ষে একটি জনসভার আয়োজন করা হয়েছে। ভার্চুয়ালি একুশে জুলাই উপলক্ষে এখানের এই…
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কমবেশি বৃষ্টি হবে। বিক্ষিপ্ত…
কলকাতা সহ বৃষ্টির সম্ভাবনা রাজ্যে
আজ বৃষ্টির পূর্বাভাস রাজ্যে | ঝড় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা শহরতলি এলাকায় | আগামী কয়েক দিনের…