রবিবার সকালে মালবাজার মহকুমার নাগরাকাটার জলঢাকা নদীতে একটি মৃতদেহ উদ্ধার করলো পুলিশ। কিছুদিন আগে ঝালং এ জলঢাকা নদীতে পড়ে যায় দুই যুবক। এক যুবকের মৃতদেহ পরের দিন উদ্ধার হলেও, এক জন নিখোজ ছিলো। সম্ভবত ঝালং থেকে ভেসে দ্বিতীয় যুবকের মধ্যে এক যুবকের দেহ পাওয়া গেল বলে অনুমান করছে নাগরাকাটা থানার পুলিস। জানা গিয়েছে এদিন সকালে নাগরাকাটার বস্তীর বাসিন্দারা জলঢাকা নদীর ধারে এক মৃতদেহ পড়ে থাকতে দেখে। এরপরই খবর পেয়ে ঐ মৃতদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে চলে আসে পুলিস। প্রসঙ্গত গত ২৫ জুলাই ধূপগুড়ি থেকে কাজল ঘোষ ও আলিফুল ইসলাম নামে দুই যুবক জলঢাকা নদীতে ভেসে গিয়েছিল ।পরদিন কাজল ঘোষের দেহ পাওয়া গেলেও আলিফুলের দেহ পাওয়া যায়নি। তবে এদিন সকাল সাতটায় যে দেহটি পাওয়া গিয়েছে সেটা আলিফুলের দেহই বলে মনে করছে পুলিস। এব্যাপারে মৃতের বাড়ির লোকজন সনাক্ত করবে বলে পুলিশ জানিয়েছে।
নাগরাকাটার জলঢাকা নদীতে একটি মৃতদেহ উদ্ধার করলো পুলিশ
