রবিবার সকালে মালবাজার মহকুমার নাগরাকাটার জলঢাকা নদীতে একটি মৃতদেহ উদ্ধার করলো পুলিশ। কিছুদিন আগে ঝালং এ জলঢাকা নদীতে পড়ে যায় দুই যুবক। এক যুবকের মৃতদেহ পরের দিন উদ্ধার হলেও, এক জন নিখোজ ছিলো। সম্ভবত ঝালং থেকে ভেসে দ্বিতীয় যুবকের মধ্যে এক যুবকের দেহ পাওয়া গেল বলে অনুমান করছে নাগরাকাটা থানার পুলিস। জানা গিয়েছে এদিন সকালে নাগরাকাটার বস্তীর বাসিন্দারা জলঢাকা নদীর ধারে এক মৃতদেহ পড়ে থাকতে দেখে। এরপরই খবর পেয়ে ঐ মৃতদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে চলে আসে পুলিস। প্রসঙ্গত গত ২৫ জুলাই ধূপগুড়ি থেকে কাজল ঘোষ ও আলিফুল ইসলাম নামে দুই যুবক জলঢাকা নদীতে ভেসে গিয়েছিল ।পরদিন কাজল ঘোষের দেহ পাওয়া গেলেও আলিফুলের দেহ পাওয়া যায়নি। তবে এদিন সকাল সাতটায় যে দেহটি পাওয়া গিয়েছে সেটা আলিফুলের দেহই বলে মনে করছে পুলিস। এব্যাপারে মৃতের বাড়ির লোকজন সনাক্ত করবে বলে পুলিশ জানিয়েছে।
Related Posts
রাখি পূর্ণিমা দিন, খুঁটি পূজার মধ্য দিয়ে দুর্গা উৎসবের শুভ সূচনা মালদা অনিক সংঘে
মালদা,:-রাখি পূর্ণিমা দিন, খুঁটি পূজার মধ্য দিয়ে দুর্গা উৎসবের শুভ সূচনা মালদা অনিক সংঘে।রবিবার সকাল এগারোটা নাগাদ মালদা শহরের ১…
মৌসুমী অক্ষরেখার সক্রিয় দক্ষিণবঙ্গে, আগামী দুদিন চলবে বৃষ্টি
আজ সকালেও তার বিরাম নেই। দক্ষিণবঙ্গের মেঘলা আকাশ। শনিবার পর্যন্ত চলবে এই অবস্থা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কমলা সতর্কতা দিয়েছে আবহাওয়া…
আজ বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে
আজ রবিবার, তবে বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে | বাড়বে তাপমাত্রা | বাড়বে তাপপ্রবাহ | যার ফলে অস্বস্তিতে থাকবে বঙ্গবাসী |…