মালদা- রাস্তা ও ড্রেন সংস্কারের নামে পুরনো বকুল গাছ কেটে ফেলার জন্যে বিক্ষোভে নামল গাছ প্রেমীরা। তাঁদের দাবি উন্নয়ন করার নামে কেটে ফেলা হচ্ছে শহরের গাছ। অথচ পরিবর্তে নতুন গাছ লাগানো হচ্ছে না। তাই নতুন গাছ লাগানোর দাবিতেই তাঁদের বিক্ষোভ। মালদা শহরেই সুকান্ত মোড়ের কাছে একটি ড্রেন করতে গিয়ে পুরনো বকুল গাছ কেটে ফেলে পৌরসভা। এই গাছ এতটাই ছায়া দিত যে বহু মানুষ এই গাছের নীচে বিশ্রাম নিত। বহু পাখিরও বাসা ছিল। সেই গাছ কেটে ফেলার প্রতিবাদেই বিক্ষোভ শুরু করে একটি স্বেচ্ছাসেবী স্বংস্থা। তাঁদের দাবি, এই এলাকায় প্রশাসনের তরফে নতুন গাছ না লাগানো পর্যন্ত তাঁদের বিক্ষোভ অব্যাহত রাখবে।এবিষয়ে টুবাই প্রামানিক বলেন সেখানে একটি গাছ ছিল সেই গাছটি কেটে দেয়া হয়েছে তার পরিবর্তে নতুন করে বৃক্ষ রোপন করা হয় সেখানে সে বিজ্ঞাপন করতে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে স্থানীয় দোকানদারের হাতে এ নিয়ে তারা প্রশাসনের কাছে জানাবেন বলে জানিয়েছেন তারা করে বলেন পুরাতন গাছটি কেটে দেওয়া হয়েছে তার পরিবর্তে নতুন গাছ লাগাতে গিয়ে বাধা দিয়েচে স্থানীয় দোকানদাররা।
Related Posts
শিলিগুড়িতে পরবর্তী মেয়র গৌতম দেব
শিলিগুড়িতে পুরো বোর্ড দখল করতে চলেছে তৃণমূল | মেয়র হতে চলেছেন রাজ্যের মন্ত্রী গৌতম দেব | শিলিগুড়ি 6 নম্বর ওয়ার্ডে…
ভ্যাপসা গরমে নাজেহাল শহরবাসী
আজ কলকাতা সারাদিন আংশিক মেঘলা থাকবে | পাশাপাশি বাড়বে তাপমাত্রা | বিক্ষিপ্ত বৃষ্টির জেরে বাড়ছে আপেক্ষিক আদ্রতার পরিমাণ | যার…
রাজ্য বললেই চালু লোকাল ট্রেন
করোনা মোকাবিলায় বাংলায় চলছে বিধিনিষেধ। কার্যত লকডাউন পরিস্থিতিতে রাজ্যে ফের ল থমকে গিয়েছে লোকাল ট্রেনের চাকা। আগামী ১৫ জুন পর্যন্ত…