মালদা- রাস্তা ও ড্রেন সংস্কারের নামে পুরনো বকুল গাছ কেটে ফেলার জন্যে বিক্ষোভে নামল গাছ প্রেমীরা। তাঁদের দাবি উন্নয়ন করার নামে কেটে ফেলা হচ্ছে শহরের গাছ। অথচ পরিবর্তে নতুন গাছ লাগানো হচ্ছে না। তাই নতুন গাছ লাগানোর দাবিতেই তাঁদের বিক্ষোভ। মালদা শহরেই সুকান্ত মোড়ের কাছে একটি ড্রেন করতে গিয়ে পুরনো বকুল গাছ কেটে ফেলে পৌরসভা। এই গাছ এতটাই ছায়া দিত যে বহু মানুষ এই গাছের নীচে বিশ্রাম নিত। বহু পাখিরও বাসা ছিল। সেই গাছ কেটে ফেলার প্রতিবাদেই বিক্ষোভ শুরু করে একটি স্বেচ্ছাসেবী স্বংস্থা। তাঁদের দাবি, এই এলাকায় প্রশাসনের তরফে নতুন গাছ না লাগানো পর্যন্ত তাঁদের বিক্ষোভ অব্যাহত রাখবে।এবিষয়ে টুবাই প্রামানিক বলেন সেখানে একটি গাছ ছিল সেই গাছটি কেটে দেয়া হয়েছে তার পরিবর্তে নতুন করে বৃক্ষ রোপন করা হয় সেখানে সে বিজ্ঞাপন করতে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে স্থানীয় দোকানদারের হাতে এ নিয়ে তারা প্রশাসনের কাছে জানাবেন বলে জানিয়েছেন তারা করে বলেন পুরাতন গাছটি কেটে দেওয়া হয়েছে তার পরিবর্তে নতুন গাছ লাগাতে গিয়ে বাধা দিয়েচে স্থানীয় দোকানদাররা।
Related Posts
আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রোজই বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে
বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল, তা নিম্নচাপে পরিণত হয়েছে শুক্রবার। তার জেরেই সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বৃষ্টি বেড়েছে। শুক্রবার ও শনিবারের পর…
বঙ্গে বৃষ্টির বয়ান দিল হাওয়া অফিস
বঙ্গে জারি মেঘ রোদের খেলা. আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা আংশিক মেঘাচ্ছন্ন থাকবে কলকাতার আকাশ। কোথাও কোথাও বিক্ষিপ্ত…
দুর্ঘটনার কবলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়
দুর্ঘটনার কবলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় | পূর্ব মেদিনীপুরের মারিশদা থানা এলাকায় দুর্ঘটনাটি ঘটে । ঘটনার ২৪ ঘন্টার…