মালদা-চোর সন্দেহে এক যুবকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিলেন উত্তেজিত জনতা। ঘটনাটি ইংলিশবাজার শহরের বিবি গ্রাম এলাকার। জানা গেছে ধৃত ওই যুবকের নাম পাপাই দাস। পুড়াটুলি শিব মন্দির এলাকায় বাড়ি তার। বিবি গ্রামে সুশান্ত রায়ের দোকানে সে কাজ করত এক সময়। পরে তাকে ছাড়িয়ে দেওয়া হয়। অভিযোগ, দোকানের বেশ কিছু জিনিস সে চুরি করেছে। মঙ্গলবার রাতে অভিযুক্ত পাপাই সুশান্তর বাড়িতে ঢুকে পড়ে। জানাজানি হলে পাঁচিল টপকে পালানোর সময় হাতেনাতে ধরা পড়ে সে। পরে ইংলিশবাজার থানার পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিবি গ্রাম এলাকায়।
চোর সন্দেহে এক যুবকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিলেন জনতা
