করোনা ঠেকাতে শহরে বে আইনি টোটো রিক্সো চলাচল আটকাতে অভিযানে নামলো ট্রাফিক পুলিশ।
জলপাইগুড়ি শহরে কিছুতেই করোনাকে বাগে আনা যাচ্ছেনা। প্রতিদিন গড়ে দশ জনের বেশি করোনায় আক্রান্ত হচ্ছে। করোনা ঠেকাতে নাজেহাল পৌরসভা।
অভিযোগ শহরে ১৫০০০ এর বেশি টোটো চলে। এরমধ্যে মাত্র ৪০০০ পৌরসভার রেজিষ্ট্রেশন করা। বাকি বেশিরভাগ টোটো গ্রাম থেকে শহরে ঢুকে যাচ্ছে।
এই টোটো চালকদের অধিকাংশেরই ভ্যাক্সিনেশন হয়নি। এদের মাধ্যমে শহরে ছড়িয়ে পড়তে পারে করোনা। তাই পৌরসভার সিদ্ধান্ত অনুযায়ী জলপাইগুড়ি শহরে টোটো অভিযানে নামো সদর ট্রাফিক।
সোমবার জলপাইগুড়ি থানামোর সহ বিভিন্ন এলাকায় সদর ট্রাফিক ওসি এবং হাইওয়ে ওসি তার টিম নিয়ে শহরে চলাচল করা টোটো রিক্সো গুলির লাইসেন্স পরীক্ষা করে। লাইসেন্স না পেলেই টোটো বাজেয়াপ্ত করা হয়।
পুলিশের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে পৌরসভার নির্দেশ অনুযায়ী তারা অভিযানে নেমেছেন। পুরসভার বৈধ কাগজ এবং আধার কার্ড থাকলেই তবেই শহরে টোটো চলাচল করতে দেওয়া হবে।