ভরদুপুরে বেলায় মোটর বাইক দুর্ঘটনায় প্রাণ গেলো এক বাইক আরোহীর। জানা গেছে আজ ১০ ই আগস্ট বালুরঘাট ব্লকের কুর্মাইল এলাকার মধুপুর গ্রামের ঘটনা। জানা গেছে বিক্রম সরকার বলে ওই যুবক কুড়মালি চিঙ্গিশপুর রস্থাবধরে তার বাড়ির। পথে মোটর বাইক টি দ্রুতগতিতে থাকার কারণে একটি গাছের মধ্যে সরাসরি ধাক্কা মারে। সেখানে গুরুতর অবস্থায় পড়ে থাকে ওই যুবক স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা শোচনীয় হওয়ায় তাকে বালুরঘাট হাসপাতাল থেকে মালদা স্থানান্তরিত করা হয়। তবে মালদা যাবার পথে গঙ্গারামপুর এর কাছেই ওই মটর বাইক আরোহী বিক্রম সরকারের মৃত্যু হয়। স্থানীয় সূত্রের অভিযোগ ওই যুবক নেশাগ্রস্ত অবস্থায় মোটরবাইক চালাচ্ছিলেন যদিও এই বিষয়ে এখনো কোনো অভিযোগ জমা করা হয়নি প্রশাসনের কাছে।
ভরদুপুরে বেলায় মোটর বাইক দুর্ঘটনায় প্রাণ গেলো এক বাইক আরোহীর
