12/13 আগস্ট, 2021: চলতি ডিজিটাল ইন্ডিয়া সেলকে রিলায়্যান্স ডিজিটাল আরও স্পেশাল করেছে স্বাধীনতা দিবসের প্রস্তুতিতে একগুচ্ছ আকর্ষণীয় অফার ও ডিসকাউন্টে। এই সেল সব রিলায়্যান্স ডিজিটাল, মাই জিও স্টোর্স এবং এইসঙ্গে www.reliancedigital.in-এ লাইভ হবে। গ্রাহকরা এইচডিএফসি ব্যাংক কার্ডে 3,000 টাকা পর্যন্ত 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট* ও এএমআই লেনদেনের সুযোগ নিতে পারেন 16 আগস্ট পর্যন্ত। 500 টাকার ওয়ালেট ক্যাশব্যাক* নেওয়া যেতে পারে ন্যূনতম 9,999/- টাকার লেনদেনের ওপর পেটিএম-এর মাধ্যমে 31 আগস্ট পর্যন্ত। গ্রাহকরা এইসঙ্গে নো কস্ট ইএমআই* + 10% ক্যাশব্যাক* 5,000 টাকা পর্যন্ত নিতে পারেন 10,000 টাকার বেশি পারচেজে জেস্টমানি-র মাধ্যমে। এসব সুযোগের সঙ্গে, বিশেষ অফার লভ্য বিস্তৃত রেঞ্জের ক্যাটেগরিতে যেমন টেলিভিশন, ল্যাপটপ, মোবাইল ফোন ও হোম অ্যাপ্লায়েন্সে।
টেলিভিশনে, গ্রাহকরা পছন্দ করতে পারেন স্মার্ট টিভির বিস্তৃত পরিধি থেকে যার মূল্য বেশ কম 13,990/- টাকা। স্যানসুই 50-ইঞ্চি আল্ট্রা এইচডি স্মার্ট এলইডি টিভি লভ্য 43-ইঞ্চি ভ্যারিয়ান্টের মূল্যে – মাত্র 29,990/- টাকা। এইসঙ্গে, টিসিএল 55-ইঞ্চি আল্ট্রা এইচডি স্মার্ট টিভি লভ্য বিশেষ মূল্যে 44,990/- টাকা, এবং এটির সঙ্গে রয়েছে 19,990/- টাকার একটি ফ্রি জেবিএল সাউন্ডবার।
বিভিন্ন ধরনের ল্যাপটপও লভ্য যার মূল্য শুরু হচ্ছে 16,999/- টাকা থেকে, এবং বেনিফিটের মূল্য 17,990/- টাকা পর্যন্ত। 16GB RAM সহ শক্তিশালী গেমিং ল্যাপটপ লভ্য যার মূল্য শুরু হচ্ছে 64,999 টাকা থেকে। লেনোভো M8 32 GB ট্যাবলেট লভ্য বিশেষ মূল্য 11,499 টাকায়।
মোবাইল ফোনের মধ্যে, বহু আকাঙ্ক্ষিত ওয়ান প্লাস নর্ড 2 স্মার্টফোন লভ্য অতুলনীয় 29,999/- টাকা দামে। SpO2 ফিচার সহ ব্র্যান্ড নিউ স্মার্টওয়াচ ফায়ার-বোল্ট অগ্নি একমাত্র পাওয়া যাবে ডিজিটাল ইন্ডিয়া সেলে 2,699/ টাকার বিশেষ মূল্যে। এইসঙ্গে, বাছাইকৃত ফোন পারচেজের ওপর পেতে পারেন 7,999/- টাকা মূল্যের ট্রু ওয়্যারলেস বিটি ইয়ারফোন।