মালদাঃ-সরকারী ত্রিপল চুরির অভিযোগ উঠল মালদার মানিকচক পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেসের নেতা নিখিল মন্ডল বিরুদ্ব অভিযোগ তুললো বিজেপি। গতকাল গভীর রাতে ওই নেতার বাড়ি থেকে কয়েক হাজার ত্রিপল উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। গঙ্গা নদীর জল বাড়ায় মানিকচক ব্লকের বিস্তৃর্ণ এলাকা জলমগ্ন। জলবন্দী কয়েক হাজার বাসিন্দা। তাদের জন্য জেলার প্রশাসনের ত্রান দপ্তর থেকে কয়েক হাজার ত্রিপল পাঠানো হয়। কিন্তু অভিযোগ সেই ত্রিপল সরকারী গোডাউনে না রেখে নিজের বাড়িতে নিয়ে চলে যান বলে অভিযোগ । এমন খবর জানতে পেরে স্থানীয় বাসিন্দারা নিখিলবাবুর বাড়িতে হানা দেয়। উদ্ধার করা হয় কয়েক হাজার ত্রিপল। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় মানিকচক এলাকায় । খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
Related Posts
বাড়ছে ভ্যাপসা গরম, কমছে বৃষ্টি
কলকাতা সহ পার্শ্ববর্তী জেলায় বাড়বে তাপমাত্রা | সঙ্গে আদ্রতা জনিত অস্বস্তিও | এমনটাই পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর | আজ সকাল…
আজ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায়
ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ | তার ফলে আজ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় | বইতে পারে ঝোড়ো হওয়া |…
অশনির প্রভাবে রাজিব শীঘ্রই ঢুকবে বর্ষা
আজও রাজ্যে বিভিন্ন প্রান্তের ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস | সেইমতো আজ সন্ধ্যের দিকে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টিতে ভেজে…