রাস্তা সারাই দাবিতে পথ অবরোধ স্থানীয় মানুষদের ঘটনায় চাঞ্চল্য বালুরঘাট বটতলা এলাকায়। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বটতলা এলাকায় আজ রাস্তা সারাই দাবিতে স্থানীয় মানুষজন পথ অবরোধ করলে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে বালুরঘাট লালমাটি এলাকায় রয়েছে বালুরঘাট পৌরসভার ভাগাড়। আর ভাগাড়ে জন্য পৌরসভার ময়লা অপসারণের গাড়ি বালুরঘাট বটতলা এলাকার রাস্তা দিয়ে চলাচল করায় দীর্ঘদিন এই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে রয়েছে। স্থানীয় মানুষ দীর্ঘদিন ধরে এ রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসছে। এমনকি কিছুদিন আগে একই দাবিতে তারা পথ অবরোধ করেছিল। পৌরসভার পক্ষ থেকে রাস্তা সারাই এর প্রতিশ্রুতি দেওয়া হলে সেই সময়ের মতো পথ অবরোধ তুলে নেয় স্থানীয় মানুষ। কিন্তু দীর্ঘদিন সময় পেরিয়ে গেলেও পৌরসভার কথামতো দীর্ঘদিন সময় পেরিয়ে গেলেও রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয়নি পৌরসভা। গতকাল এলাকায় দুটি দুর্ঘটনা ঘটলে আজ পুনরায় এলাকার মানুষ অবরোধ করেন। পথের দাবী যতক্ষণ না রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিচ্ছে পৌরসভা ততক্ষণ এই রাস্তা অবরোধ চলবে।
রাস্তা সারাই দাবিতে পথ অবরোধ স্থানীয় মানুষদের ঘটনায় চাঞ্চল্য বালুরঘাট বটতলা এলাকায়
