কোন্নগর থেকে 28 শে আগস্ট এর প্রস্তুতি সভা করে ফেরার পথে কোন্নগর দিল্লি রোডে হঠাৎ একজন বাইক চালক অ্যাক্সিডেন্ট করে.. রাস্তায় অজস্র ধারায় রক্তপাত অবস্থায় পড়ে থাকে সেই ব্যক্তি | তৎক্ষণাৎ মাননীয় হুগলি জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি সম্বুদ্ধ দত্ত মহাশয় সঙ্গে সঙ্গে গাড়ি থেকে বেরিয়ে তাকে নিজের গাড়ির মধ্যে সঙ্গে সঙ্গে তুলে প্রাথমিক চিকিৎসার জন্য শ্রীরামপুর ওয়ালস হসপিটালেল তাকে নিয়ে আসা হয় এবং পরবর্তীকালে এমার্জেন্সি তে তার ট্রিটমেন্ট করানো হয় এবং তার পর অ্যাডমিট করা হয় তাকে|
এক্সিডেন্ট হওয়া এক বাইক আরোহী উদ্ধার করলেন তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি সম্বুদ্ধ দত্ত
