নিন্মমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে রাস্তা, বিক্ষোভ গ্রামবাসীদের

মালদাঃ-নিন্মমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে রাস্তা।এই অভিযোগ তুলে মঙ্গলবার পথ অবরোধ করে
বিক্ষোভ দেখালেন মালদহের হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম-পঞ্চায়েতের চাঁদপুর গ্রামের বাসিন্দারা।এর জেরে বন্ধ করে দেওয়া হল রাস্তা নির্মাণের কাজ।চলে তিন ঘণ্টা ধরে বিক্ষোভ।ফলে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

জানা যায় ৩০ কোটি ৮৯ লক্ষ টাকা ব্যায়ে ২২ কিলোমিটার রাজ্য সড়ক এই গ্রামের ওপর দিয়ে তৈরি হচ্ছে বলে খবর।বাঁধের ওপর দিয়ে এই দীর্ঘ রাস্তা ভালুকা ঢালাই মোড় থেকে শুরু করে বিহার সীমান্ত দিল্লি দেওয়ানগঞ্জ পর্যন্ত যাবে বলে জানান স্থানীয়রা।চাঁদপুর গ্রাম সহ বেশ কয়েকটি গ্রাম-পঞ্চায়েতের মানুষের দীর্ঘ দিনের দাবি ছিল এই রাজ্য সড়কের।যে সড়ক সম্পুর্ন তৈরি হলে হাজার হাজার মানুষ উপকৃত হবেন। যোগাযোগ সহজ হবে বিহারের সঙ্গেও। বিহারের যাওয়ার একমাত্র ভরসা ছিল ট্রেন।

কিন্তু রাজ্যের ৩০ কোটি ৮৯ লক্ষ টাকা খরচ করে এই রাস্তা নির্মাণের কাজ শুরু করলেও সিডিউল না মেনে খুব নিন্ম মানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে বলে অভিযোগ।

যদিও ঠিকাদার স্বংস্থার ইঞ্জিনিয়ার এই অভিযোগ মেনে নেন নি। অন্যদিকে সার্বিক বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মহানন্দা বাঁধ প্রকল্পের আধিকারিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *