বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে , অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল,পাল্টা তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে । ঘটনা তদন্তে বোলপুর থানার পুলিশ ।
অভিযোগ বোলপুর থানার অন্তর্গত ২নং নম্বর ওয়ার্ডের ত্রিশুলাপট্টির সবুজপল্লি এলাকায় বিজেপি করার অপরাধে মনোজিৎ নন্দী ও রাম দাস দুই বিজেপি কর্মী কে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । বেশ কিছুদিন ধরেই তৃণমূলের দুষ্কৃতীরা হুমকি দিয়ে যাচ্ছিল , এলাকায় বিজেপির মিটিং মিছিলে যাওয়া যাবে না ও বিজেপি করা যাবে না । এই ঘটনার প্রতিবাদ করতে গেলে বাড়িতে এসে চড়াও হয়ে তৃণমূলের লোকজন মারধর করে বলে অভিযোগ । এই অভিযোগ তুলে বিজেপির কর্মী-সমর্থকেরা বোলপুর থানায় অভিযোগ করেন । সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের লোকজন । তাদেরকেই মারধোর করে , বিজেপির লোকজন। এলাকায় অশান্তি লাগানোর চেষ্টা করছে বিজেপি । এই মর্মে তারা পুলিশকে জানিয়েছে। গোটা ঘটনার তদন্তে বোলপুর থানা পুলিশ।