Mমালদাঃ- রবিবার রাতে ইংরেজবাজার শহরের কৃষ্ণপল্লী বাপুজী কলোনিতে এক গৃহবধূকে মারধর করার অভিযোগ উঠল তাঁর দেওরের বিরুদ্ধে। শুধু তাই নয়, ওই গৃহবধূকে বাঁচাতে গেলে তাঁর মাকেও মারধর করা হয় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গৃহবধূর নাম সোনালী রায় (২৯) ও তাঁর মা বাসন্তী সরকার (৪৫)। সোনালী রায়ের অভিযোগ, তাঁর দেওর বাপি রায় প্রায় প্রতিদিনই মদ্যপ অবস্থায় এসে তাকে মারধোর করে। পাশেই বাড়ি থাকা তার বাবা-মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একইভাবে এদিন রাতে মদ্যপ অবস্থায় এসে বাপি তাঁকে চুলের মুঠি ধরে ও রাস্তায় ফেলে মারধর করে। তার মা বাঁচাতে এলে তাঁকেও চুলের মুঠি ধরে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার সময় ওই বধূর স্বামী বাড়িতে ছিলেন না বলে দাবি। সোনালীর দাবি, তাদেরকে বাড়িতে থাকতে দেবে না এই উদ্দেশ্যেই তাঁকে মারধর করে তাড়ানোর চেষ্টা করছে দেওর।
Related Posts
স্কুল বাস উল্টে আহত ১৫ জন পড়ুয়া
মালদা ইংরেজ বাজারে পড়ুয়া বোঝাই বাস উল্টে আহত ১৫ জন | জানা গিয়েছে এই দিন স্কুল ছুটির পর পড়ুয়াদের বাড়ি…
পুজোর আগে চালু হতে পারে টালা ব্রিজ
সব ঠিকঠাক থাকলে সম্ভবত পুজোর আগেই যেন টানা ব্রিজ খুলে দেওয়া হয় এমনটাই চেয়েছেন মুখ্যমন্ত্রী | নির্মিত টালা ব্রিজের ৯০…
রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রী সম্পর্ক বরাবরই অম্লমধুর, মুখ খুললেন রাজ্যপাল
রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রী সম্পর্ক বরাবরই অম্লমধুর! নতুন বছরে তাঁদের সমীকরণ কোনদিকে মোড় নেবে, তা নিয়ে আগাম মুখ খুললেন রাজ্যপাল সি…