হিলি, ৪ সেপ্টেম্বর: ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডের মানুষদের করোনা টিকাকরণে উদ্যোগী হল হিলি ব্লক স্বাস্থ্য দপ্তর। শনিবার হিলির হাঁড়িপুকুর এলাকার মানুষের জন্য বিশেষ টিকাকরণ কেন্দ্রের আয়োজন করা হয়। হাঁড়িপুকুর শিশু শিক্ষা কেন্দ্রে করোনা ভাইরাসের টিকাকরণ চালু হয়। কাঁটাতারের ওপারে বন্দি ৫০০ জন মানুষকে বিশেষ ক্যাম্প করে টিকা প্রদান করা হয়।
প্রসঙ্গত, হিলির ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডের ভারতীয় নাগরিককে নির্দিষ্ট সময়সূচির মাধ্যমে চলাচল করতে হয়। ওই নির্দিষ্ট সময় মেনে করোনার টিকা গ্রহণে বেগ পেতে হচ্ছিল সাধারণ মানুষকে। স্বভাবতই কাঁটাতারের ওপারের মানুষকে টিকা প্রদানে স্বাস্থ্য দপ্তর উদ্যোগী হয়। এদিন থেকে ওপারের মানুষের জন্য বিশেষ টিকাকরণ ক্যাম্প চালু করে টিকা প্রদান শুরু করা হয়। হিলি ব্লকে কাঁটাতারের ওপারের অবস্থিত প্রত্যেকে বিশেষ ক্যাম্প করে টিকাকরণ করবে স্বাস্থ্য দপ্তর বলে জানা গিয়েছে।