রাতের অন্ধকারে চা বাগানে ঢু মারতে গিয়েই ফঁাদে পড়তে হল।তড়িঘড়ি বনদফতরের কর্মীদের তৎপরতায় উদ্ধার করে সোজা পাঠানো হল প্রকৃতি বিক্ষন কেন্দ্র।চা বাগানে পাতা খাচায় ধরা পড়ল চিতাবাঘ।ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের বানারহাট ব্লকের গেন্দ্রাপাড়া চা বাগানের ২০ নং সেকশনে।জানা যায় বেশ কয়েকদিন থেকে চিতাবাঘের উপস্থিতি লক্ষ্য করেই স্থানীয়রা বনদফতরের কাছে খাঁচা পাতার অনুরোধ জানিয়েছিলেন।এরপরেই ছাগলের টোপ দিয়ে ঐ সেকশনে খাঁচা পাতে বনদফতরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড।এদিন রাত প্রায় ১১ টা নাগাদ স্থানীয়রা খাঁচায় চিতাবাঘের উপস্থিতি বুঝতে পেরে বনকর্মীদের খবর দিলে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড তৎক্ষনাৎ ঘটনাস্থলে পৌছায় এবং চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়।বনদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে চিতাবাঘটি পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘ।সেটিকে উদ্ধার করে গরুমারা প্রকৃতি বিক্ষন কেন্দ্রে পাঠানো হয়েছে।এরপরেও এই এলাকায় ফের খাঁচা পাতা হবে যদি চিতাবাঘের উপস্থিতি আন্দাজ করা যায় বলে বনদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।
রাতের অন্ধকারে চা বাগানে ঢু মারতে গিয়েই ফাঁদে পড়লো চিতাবাঘ
