চাপাতা তোলা শেষে ওজন করার সময় বাজ পড়ে আহত হলেন মোট ২০ জন চা শ্রমিক। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল শ্রমিকদের মধ্যে। ঘটনাটি ঘটেছে বানারহাটের ডায়না চাবাগানে। জানা গেছে সোমবার বিকেল চারটে নাগাদ শ্রমিকরা বাগানের ৫১ নং সেকশনে পাতা ওজন করার সময় আচমকা বাজ পড়ে। এতে গুরুতর আহত হন ২০ জন শ্রমিক। এদের ২ জনকে বাগানের হাসপাতাল থেকে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হলেও আঘাত গুরুতর থাকায় ১৮ জনকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে জানা গেছে। ঘটনার জেরে শ্রমিকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
চাপাতা তোলা শেষে ওজন করার সময় বাজ পড়ে আহত হলেন মোট ২০ জন চা শ্রমিক
