মালদা:এবার গেমের নেশায় মৃত্যু এক ছাত্রের, মোবাইলে ফ্রি ফায়ার গেমে আসক্ত হয়ে আত্মঘাতী হলো দশম শ্রেণীর এক ছাত্র। সোমবার দুপুরে এই ঘটনায় একপ্রস্থ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইংরেজবাজার থানার বাগবাড়ি লক্ষ্মীপুর এলাকায়।
জানা গেছে মৃত ওই দশম শ্রেণির ছাত্রের নাম রামকৃষ্ণ অধিকারী। বয়স ১৫ । আরাপুর হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র ছিল সে। পরিবার সূত্রে জানা যায় স্কুল-কলেজ বন্ধ থাকায় দিনের বেশিরভাগ সময় মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলতে তাদের ছেলে। গেমের প্রতি আসক্ত হয়ে তাদের ছেলে তার মা কে জিজ্ঞেস করে মানুষ মারা গেলে কতক্ষণ জীবিত থাকে, তারপর কি হয় এই সমস্ত প্রশ্ন করতে গেলে তার মা তাকে উত্তর দেয় যে যামন কর্ম করে সে তেমন ফল পাই এই ভাবে বলেন পরিবারের সদস্যরা। সোমবার দুপুরে পরিবারের।সোমবার সকলে ব্যাংকে গিয়েছিলেন পরিবারে লোকেরা। অভিযোগ ঠিক সেই সময় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ওই দশম শ্রেণীর ছাত্র। এর পরই তাকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মোবাইলে গেমের প্রতি আসক্ত হয়ে মানসিকতার পরিবর্তনে এই মৃত্যু বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।