মালদা,ঃ-আবারো কানে ফোন নিয়ে কথা বলতে বলতে গাড়ি চালাতে গিয়ে গাড়ির ধাক্কায় আহোত দুই। একেবারে রাস্তায় না একেবারে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরের ভেতরেই ঘটে যাওয়া দুর্ঘটনায় আহত হলেন এক বৃদ্ধা। আহত হয়েছে তার পাঁচ বছরের নাতনিও। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরেই। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালে রোগীর সঙ্গে দেখা করতে আসেন মালদার হবিবপুরের বাসিন্দা রাধারাণী মণ্ডল। সঙ্গে ছিল তার পাঁচ বছরের নাতনি সায়ন্তিকা মণ্ডল। যখন হাসপাতালের সামনে তারা অপেক্ষা করছিলেন সেই সময় একটি মারুতি গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ করেই তাদের ধাক্কা মারে। গাড়ির চাকার নিচে হাত চাপা পড়ে যায় বৃদ্ধার। গাড়ির ধাক্কায় আহত হয় তার নাতনিও। চিৎকার শুনে হাসপাতাল চত্বরে উপস্থিত জনতা কোনও রকমে গাড়িটি দাঁড় করান ও তাদের উদ্ধার করেন। জানা গেছে ওই গাড়ির চালক কানে মোবাইল লাগিয়ে কথা বলতে বলতে গাড়ি স্টার্ট করাতেই ওই দুর্ঘটনা ঘটে যায়।
আবারো কানে ফোন নিয়ে কথা বলতে বলতে গাড়ি চালাতে গিয়ে গাড়ির ধাক্কায় আহোত দুই
