রেশন সামগ্রী তুলতে গিয়ে বারান্দার সানসেট ভেঙ্গে আহত হল আট রেশন গ্রাহক। ঘটনাটি ঘটেছে বংশিহারি শায়েস্তাবাদ প্রভু রাম চৌধুরী একাউন্ট অফ এবারউদ্দিন আহমেদের রেশন দোকানে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য। অন্যান্য দিনের মতো বুধবার আমবই, গৌরিপাড়া, করখা থেকে রেশন গ্রাহকরা সকাল থেকে রেশন দোকানের সামনে লাইন দেন। আচমকা বেলা 10:30 নাগাদ রেশন দোকানের উপরে পাকা সানসেট দুমড়ে-মুচড়ে ভেঙ্গে পড়ে আট জন্ রেশন গ্রাহকের উপর। ওই মুহূর্তে আতঙ্কে বাকি গ্রাহকরা রেশন কার্ড, ব্যাগ পত্র ফেলে ভয়ে পালিয়ে যায়। উপস্থিত কিছু গ্রাহক ও এলাকাবাসী মিলে আহত ৮ জনকে রশিদপুর হাসপাতালে নিয়ে আসে। আহত আট জনের মধ্যে চারজনের আঘাত গুরুতর। উন্নত চিকিৎসার জন্য চারজনকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। বাকি আহত 4 জনের রশিদপুর হাসপাতালে চিকিৎসা চলছে। আহতরা হলেন শৈলেন মুর্মু, বাপ্পা দেবশর্মা, তাপস রায়, সমিরন মার্ডি, সুশান্ত হেমরম, তালু সরেন, জুলিয়াস মার্ডী, মার্টিন সরেন। এলাকাবাসীরা জানান দীর্ঘ দিনের পুরনো সানসেট হওয়ার কারণে সেটি ভেঙ্গে পড়ে। খাদ্য সরবরাহ দপ্তরের ইন্সপেক্টর বিনয় কুমার মন্ডল বলেন। ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শনে এসে জানতে পারলাম ২০০৮ সালের তৈরি সানসেট হঠাৎ ভেঙে পড়ায় ৮ জন চাপা পরে। চারজনকে গঙ্গারামপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে। আশাকরি সকলেই সুস্থ হয়ে উঠবেন বলে জানান।
Related Posts
আর জি কর কাণ্ডে এবার কলম ধরলেন মুখ্যমন্ত্রী
জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন কাণ্ড নিয়ে মুখ খুলেছেন একাধিকবার। এবার কলম ধরলেন মমতা…
মাত্র আধঘন্টার শিলাবৃষ্টিতে ফসল নষ্ট হরিশ্চন্দ্রপুর এলাকায়
মালদাঃ- মাত্র আধঘন্টার শিলাবৃষ্টিতে ফসল নষ্ট হরিশ্চন্দ্রপুর এলাকায়, তার জেরে মাথায় হাত চাষীদের।সব থেকে বেশী ক্ষতি হয়েছে পাঁকা ধান ।জানা…
মালদার পুলিশ প্রশাসনের তরফ থেকে করোনা সচেতনতা বার্তা
মালদাঃ-রাজ্যে জুরে জারি করা হয়েছে, আংশিক লক ডাউন যে ভাবে করোনা ভাইরাস সংক্রমণের বেরেই চলছে সেদিকে নজড় রেখে আংশিক লক…