মালদাঃ-হরিশ্চন্দ্রপুর এলাকায় ইট বোঝাই ট্রাকটারের সাথে বাইকের ধাক্কায় মৃত্যু হল বাইক চালকের।গুরতর জখম হয়েছে বাইক আরোহী।বুধবার মালদহের হরিশ্চন্দ্রপুর থানার তেলচান্না সুইস গেটের কাছে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ছুটে যায় ভালুকা ফাঁড়ি ও হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে মৃতের নাম মহম্মদ ইব্রাহীম (৭০)। জখম ব্যাক্তি সেরাজুল হক (৬০) দুইজনেরই বাড়ি ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের চন্ডিপুর এলাকায়। আহত ব্যক্তিকে হরিশ্চন্দ্রপুর গ্ৰামীন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Related Posts
নিম্নচাপ চলবে চলতি সপ্তাহে
দিনের অধিকাংশ সময়েই আকাশ কালো। মাঝে মঝেই ঝোঁপে বৃষ্টি চলছে রাজ্যের অধিকাংশ জায়গায়। তার মধ্যেই খারাপ খবর হল, ছত্তীসগড় সংলগ্ন…
কৃষ্ণপল্লী বাপুজী কলোনিতে এক গৃহবধূকে মারধর করার অভিযোগ তাঁর দেওরের বিরুদ্ধে
Mমালদাঃ- রবিবার রাতে ইংরেজবাজার শহরের কৃষ্ণপল্লী বাপুজী কলোনিতে এক গৃহবধূকে মারধর করার অভিযোগ উঠল তাঁর দেওরের বিরুদ্ধে। শুধু তাই নয়,…
ঘাটালে তৃণমূল-বিজেপি সংঘাতের খবর প্রকাশ্যে
আসলে মঙ্গলবার ভোটগণনার দিনই ঘাটালে তৃণমূল-বিজেপি সংঘাতের খবর প্রকাশ্যে এসেছে। তাতে আহত হয়েছেন দুই শিবিরের কর্মী-সমর্থকই। এদিন সেই আহত বিজেপি…