জলপাইগুড়ি ঃ- জলপাইগুড়ি শহরে করোনা পরিস্থিতির মধ্যে ডেঙ্গির থাবা। পুর কর্তৃপক্ষ নাগরিক পরিষেবা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ বলে অভিযোগ কংগ্রেসের। শুক্রবার শহরে কদমতলার নাগরিক পরিষেবা সচল রাখার দাবিতে ও ডেঙ্গির প্রকোপ কমাতে মশারি নিয়ে আন্দোলনে নামলো কংগ্রেস। এদিন শহরের প্রাণ কেন্দ্র কদমতলায় মশারি টাঙিয়ে বিক্ষোভ দেখায় কংগ্রেসের নেতা কর্মীরা। কংগ্রেসের দাবি, শহরে একদিকে করোনা অন্যদিকে ডেঙ্গি আক্রান্তের সন্ধান মিলেছে। এরপরেও ডাস্টবিন সমস্যা মিটেনি। শহর সব জায়গায় ডাস্টবিনের নোংরা পরে থাকছে। কিছু জায়গায় ডাস্টবিন উধাও হয়ে গিয়েছে। নেই নোংরা রাস্তায় ছড়িয়ে থাকছে। শুয়োর ঘুরে বেড়াচ্ছে শহরে ডেঙ্গির পর এনসেফালাইটিসের থাবা বসবে এই আতঙ্কে রয়েছে শহরবাসী। নাগরিকদের কথা মাথায় রেখে এদিনের এই আন্দোলন। পুর কর্তৃপক্ষ নিজেদের মধ্যে মাঝেলা মেটাতে পাচ্ছেন না। কে কোন দফতর নেবে সেই নিয়ে চলছে বিবাদ বলে অভিযোগ কংগ্রেসের। এদিকের আন্দোলনে উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা সভাপতি পিনাকী সেনগুপ্ত, কংগ্রেস টাউন ব্লক সভাপতি অম্লান মুন্সি, কংগ্রেস নেতা নারায়ন চন্দ সরকার, যুব কংগ্রেস জেলা সভাপতি ভোলা রাউত।
Related Posts
মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে হাজির এক ব্যক্তি
মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা। আচমকা নবান্ন চত্বরে মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে হাজির এক ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড। ইতিমধ্যেই…
ভোররাত থেকে লাইনে দাঁড়িয়েও মিলছেনা ভ্যাকসিন, ক্ষুব্ধ এলাকাবাসীরা
বালুরঘাট ; আগে নাম লেখানোর পাশাপাশি ভোর রাত থেকে ভ্যাক্সিন নেওয়ার জন্য লাইন দিয়েও স্রেফ অস্বচ্ছ তালিকার জন্য ভ্যাক্সিন না…
এখনও দেখা নেই শীতের, জেলাগুলোতে তাপমাত্রা নিম্নমুখী
ক্যালেন্ডার বলছে, ডিসেম্বর পড়েছে। কিন্তু এখনও দেখা নেই শীতের। জেলাগুলোতে তাপমাত্রা নিম্নমুখী হলেও কলকাতায় নেই শীতের আমেজ। স্বাভাবিকভাবেই শীতপ্রেমীদের মনখারাপ।…