হাটের মাঝে ষাঁড়ের গুতো। আহত কমপক্ষে তিন।ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়ি শহরের সুপার মার্কেট এলাকায়। শনিবার সাপ্তাহিক হাটে লোকজন বেশি থাকায় মুহুর্তে আতঙ্ক ছড়ায়।মূলত দুটি ষাঁড়ের লড়াইয়ে ঘটনার সুত্রপাত।
শনিবার ধুপগুড়ি রেগুলেটেড মার্কেট চত্বরে আচমকাই দুটি ষাঁড়ের মধ্যে লড়াই লেগে যায়।মূহুর্তের মধ্যে সেই লড়াই ভয়স্কর আকার ধারণ করে।আর শনিবার সাপ্তাহিক হাট বারের জন্য রেগুলেটেড মার্কেট চত্বরে প্রচুর মানুষের ভিড় হয়।সেই সময় দুটি ষাঁড়ের লড়াইয়ে তিনজন কৃষক আহত হয়।একজন কৃষকের মাথা ফেটে যায়।ষাঁড়ের লড়াই থামানোর চেষ্টা চালিয়ে যায় কৃষকরা।পরবর্তীতে ষাঁড় দুটো এলাকা ছেড়ে চলে যায়।ঘটনায় আহত কৃষকদের প্রাথমিক চিকিৎসার জন্য ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এক কৃষক পরিতোষ সরকার জানায় আচমকাই দুটি ষাঁড়ের মধ্যে লড়াই বেঁধে যায়।প্রচন্ড গরমের মধ্যে ষাঁড় দুটির লড়াই লাগে মনে হচ্ছে।যাকেই সামনে পেয়েছে তাঁকেই গুঁতো মেরে ফেলে দিয়েছে।ঘটনায় তিন জন কৃষক আহত হয়।