রিষড়া এসকে নগর এলাকায় নিজের খাটাল থেকে বেরোনোর সময় গুলিবিদ্ধ হলেন এক যুবক। পুলিশ সূত্রে জানা যায় গুলিবিদ্ধ যুবকের নাম মিথিলেশ কুমার যাদব(৩০)।আহত যুবক জানিয়েছে খাটাল থেকে বেরোনোর পরে এক দুষ্কৃতী তাকে পেছন দিক থেকে গুলি করে। গুলিটি পিছন দিক থেকে কোমরের উপরে লাগে। এরপর মাটিতে পড়ে চিৎকার করলে তার চিৎকার শুনে লোকজন বেরিয়ে এলে দুষ্কৃতি চম্পট দেয়।স্থানীয় বাসিন্দারা তাকে প্রথমে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখান থেকে হিন্দমোটরে একটি বেসরকারি নার্সিংহোম তাকে স্থানান্তরিত করা হয়। ঘটনাস্থলে শ্রীরামপুর থানা ও উত্তরা থানার পুলিশ।গুলিবিদ্ধ যুবক জানিয়েছে আকাশ নামে একজন তাকে গুলি মেরেছে।কিন্তু কেন তাকে গুলি করল তা পুলিশি জেরায় সে জানাতে পারেনি।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
নিজের খাটাল থেকে বেরোনোর সময় গুলিবিদ্ধ হলেন এক যুবক
