গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার হলো কচ্ছপ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে ধুপগুড়ি ব্লকের বারঘোরিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্য বোরাগাড়ি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায় মধ্য বোরাগাড়ি এলাকার বাসিন্দা গৌরাঙ্গ রায়ের বাড়ি থেকে কচ্ছপটি উদ্ধার হয়।ওই ব্যক্তি এদিন বিকেলে তার বাড়িতে কচ্ছপ দেখতে পায়।পরবর্তীতে সেটিকে তিনি একটি বালতির মধ্যে রেখে দেওয়া হয়।বাড়ির মালিকের অনুমান বাড়ির পাশে নদী থাকায় সেই নদী থেকে হয়তো কচ্ছপকে এসেছে।পরবর্তীতে ঘটনার খবর দেওয়া হয় ধূপগুড়ি থানা ও বনদপ্তরকে।খবর পেয়ে ঘটনাস্থল থেকে ধুপগুড়ি থানার পুলিশ কচ্ছপ উদ্ধার করে নিয়ে আসে। পরবর্তীতে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয় কচ্ছপটি।
গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার হলো কচ্ছপ, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ধুপগুড়ি এলাকায়
