বালুরঘাট, ১৮ সেপ্টেম্বর: কখন চাকরি দেওয়ার নামে আবার কখন সন্তানদের স্কুলে ভর্তি করার নামে হাজার হাজার টাকা প্রতারণা করার অভিযোগ উঠল এবার এক মহিলার বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বিশ্বাসপাড়া কুন্ডুকলোনি এলাকার এক মহিলার বিরুদ্ধে। এনিয়ে শনিবার দুপুরে বালুরঘাট থানায় অভিযুক্ত মহিলার নামে প্রায় ৬ জন মহিলা লিখিত অভিযোগ দায়ের করেন। শুধু ৬ জন নয় এমন আরও অনেকে রয়েছে যাদের সঙ্গে নানা ভাবে প্রতারণা করেছে অভিযুক্ত ওই মহিলা বলে দাবি অভিযোগকারীনিদের। এদিকে অভিযোগ পেতেই ঘটনার তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ। অভিযোগকারীদের অভিযোগ, তাদের কাউকে জেলা প্রশাসনিক ভবনের চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে, আবার কাউকে বালুরঘাট গার্লস স্কুলের সন্তানদের ভর্তি করার নাম করে টাকা নিয়েছে, আবার কারো কাছে প্রয়োজনে টাকা ধার নিয়ে সেই টাকা না দেওয়ার অভিযোগ উঠেছে। এমন একাধিক অভিযোগের ভিত্তিতে আজ বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিশ্বাসপাড়া ও কুন্ডুকলোনি এলাকার মহিলারা৷ অভিযোগকারীদের দাবি টাকা ফেরতের পাশাপাশি অভিযুক্ত মহিলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। যদিও এবিষয়ে অভিযোগ ওঠা মহিলার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। অন্যদিকে পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বালুরঘাট থানার পুলিশ।
Related Posts
দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ
গত দুদিনের বৃষ্টির ফলে কিছুটা কমেছে গরম | ইতিমধ্যে দক্ষিণ আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি হয়েছে নিম্নচাপ | যার জেরে ঘূর্ণিঝড়ের…
বিধানসভায় সাধন পান্ডে, জানানো হলো শেষ শ্রদ্ধা
গতকাল প্রয়াত হন রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে | মন্ত্রী সাধন পান্ডেকে শ্রদ্ধা জানাতে আজ অর্ধদিবস ছুটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা…
পুকুরের ধার এবং সুপারি বাগানে হানা দিয়ে বিপুল পরিমান কাঠ উদ্ধার করল বনদফতর
পুকুরের ধার এবং সুপারি বাগানে হানা দিয়ে বিপুল পরিমান কাঠ উদ্ধার করল বনদফতর।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতাগ্রাম ১…