মালদাঃ-মালদহের হরিশ্চন্দ্রপুরে গণপ্রহারে মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে গেলেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। এদিন তিনি মৃত পরিযায়ী শ্রমিক প্রতাপ মন্ডলের বাবা-মার সঙ্গে দেখা করেন। তাদের সমস্ত অভিযোগ শোনেন। মমতার রাজ্যে তালিবানি শাসন চলছে বলে তোপ দাগেন তিনি। সায়ন্তন বসুর সঙ্গে ছিলেন জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল সহ বিজেপির জেলা নেতৃত্ব। এদিন সায়ন্তন বসু আসার খবরে হরিশ্চন্দ্রপুর থেকে মালিওর পর্যন্ত কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছিল। রাজ্য বিজেপির তরফ থেকে ওই শ্রমিকের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। তবে ঘটনার এত দিন পরেও কেন একজন ছাড়া বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করা গেল না সেই প্রশ্নও তোলে বিজেপি নেতৃত্ব।