এলাকায় অত্যন্ত খারাপ জিওর নেটওয়ার্ক পরিষেবা সে কারণেই টাওয়ার বন্ধ করে দিল স্থানীয় গ্রাহকেরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার নলপুকুর এলাকায়। স্থানীয় মোবাইল গ্রাহকদের অভিযোগ বারবার কোম্পানিকে জানানো সত্ত্বেও শুধুমাত্র নেটওয়ার্ক ঠিক করার প্রতিশ্রুতি দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি।এদিকে নির্দিষ্ট পরিমাণ টাকা রিচার্জ করার পরেও ফোন এবং ইন্টারনেট পরিষেবা একেবারেই ব্যবহার করতে পারছেন না বলে অভিযোগ তাদের। সে কারণেই ক্ষুব্ধ গ্রাহকেরা শুক্রবার নলপুকুর এলাকায় জিও টাওয়ার এর বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে তালা ঝুলিয়ে দেন। তাদের দাবি কোম্পানির মানুষজনের এসে আগে এলাকায় জিও র নেটওয়ার্ক পরিষেবা ঠিক করবে তারপর থেকেই পুনরায় টাওয়ার কে চালু করতে দেওয়া হবে।
খারাপ জিওর নেটওয়ার্ক পরিষেবার কারণে টাওয়ার বন্ধ করে দিল স্থানীয় গ্রাহকেরা
