আচমকাই বনদফতরের অভিযান,উদ্ধার বিপুল পরিমাণ অবৈধ কাঠ

আচমকাই বনদফতরের অভিযান,উদ্ধার বিপুল পরিমাণ অবৈধ কাঠ।ঘটনায় চাঞ্চল্য ধুপগুড়িতে।বনদফতর সূত্রে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে ধুপগুড়ি পুরসভার অর্ন্তগত ১০ নং ওয়ার্ড এলাকার এক বাড়িতে বিপুল পরিমানের অবৈধ শাল কাঠ মজুত রয়েছে।খবর পেয়ে মঙ্গলবার সকালে অভিযানে নামে বনদফতরের।ধূপগুড়ি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক ব্যক্তির বাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার করে বনদফতর।অভিযানে প্রায় ২০ সিএফটি অবৈধ শাল কাঠ উদ্ধার করা হয়।বনদফতরের এ সি এফ বিপাসা পারুল এদিনের অভিযানে নেতৃত্ব দেন।জানা যায় ওই ব্যক্তি বাড়ি নির্মাণ করার জন্য শাল কাঠ মজুত রাখে।বনদফতরের তরফে ওই ব্যক্তিকে নোটিশ দেওয়া হয়েছে।তাকে সাতদিনের মধ্যে কাঠের উপযুক্ত কাগজ নিয়ে বনদফতরের মরাঘাট রেঞ্জর যোগাযোগ করতে বলা হয়েছে।সাতদিনের মধ্যে কাঠের বৈধ কাগজপত্র দেখাতে না পারলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা যায় বনদফতর সূত্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *