যত দিন যাচ্ছে ততই ক্রমশ চওড়া হচ্ছে করোনা গ্রাফ | রাজ্য সরকারের একাধিক বিধিনিষেধ থাকা সত্বেও ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ | তবে সংক্রমণ ঠেকাতে ছাপিয়েছে রাজ্য সরকার| ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান, ট্রেনের সময় সীমা বেঁধে দেওয়া হয়েছে | শপিং মল থেকে শুরু করে রেস্তোরাঁয় একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে| তা সত্বেও যেন বাগে আসছেনা সংক্রমণ |
আর সেই কারণেই কিছুদিনের মধ্যে সম্পূর্ণরূপে বন্ধ হতে পারে শপিং মল, এমন ইঙ্গিত শোনা যাচ্ছে | এছাড়াও একাধিক ক্ষেত্রে করা নিষেধাজ্ঞা জারি করা হবে বলে অনুমান করা হচ্ছে| তবে এই সকল বিষয় স্পষ্ট ভাবে জানা যাবে 15 ই জানুয়ারির পর |