পশ্চিমী ঝঞ্ঝা কেটে গিয়ে আজ সকাল থেকেই দেখা মিলেছে রোদের | বেলা বাড়ার সাথে সাথে আকাশ অনেকটাই পরিষ্কার | আজ রোদের দেখায় খুশি শীত বিলাসীরা | গত কয়েক দিন টানা বৃষ্টির পর রোদ উঠতেই সর্বোচ্চ তাপমাত্রা এক ধাক্কায় কমে গেল 3° সেলসিয়াস | হাওয়া অফিস সূত্রে খবর, আগামী দুই দিনের তাপমাত্রা আরো কমতে পারে |
আলিপুর আবহাওয়া দপ্তর খবর, সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 12.4 ডিগ্রী সেলসিয়াস | স্বাভাবিকের থেকে 3 ডিগ্রী কম | দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকে | তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে | দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই | তবে হালকা বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং কালিম্পং |