করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান | দীর্ঘদিন ধরে বাড়িতে আটকে থাকায় পড়ুয়াদের মনের ওপর প্রভাব পড়ছে বলে বক্তব্য বিশেষজ্ঞদের | তাই পড়ুয়াদের এবার স্কুলমুখী করতে বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছেন স্কুল শিক্ষা দপ্তর | পাশাপাশি সরস্বতী পুজোর আগে আংশিক ক্লাস চালু নিয়ে হতে চলেছে আলোচনা | ডিজিটাল মাধ্যমে সঙ্গে মানিয়ে নেবার অসুবিধা হচ্ছে পড়ুয়াদের যার ফলে কমে আসছে শিক্ষার প্রতি আগ্রহ |
বর্তমানে রাজ্যের বিধিনিষেধ অনেকটা শিথিল হয়েছে | তা উল্লেখ করে স্কুল চালুর দাবিতে সরব নানা মহল | তাই স্কুল খোলার দাবি জানিয়েছেন অনেকেই | এই নিয়ে শিক্ষা দপ্তরের কাছে চিঠি দিয়েছে নবান্ন | বিকাশ ভবনের শিক্ষা কর্তারা মনে করছেন সোমবার সবুজ সঙ্কেত আসতে পারে |