এবার ছোট পর্দায় অভিনয় করতে চলেছেন অভিনেতা জিৎ | বড় পর্দায় ছবির অনিশ্চয়তা থাকে | কিন্তু সেখান থেকে ছোটপর্দায় রয়েছে বিরাট দর্শকের উপস্থিতি | এইসব কথা ভেবেই নতুন non-fiction show শুরু করতে চলেছেন জিৎ | কিছুদিন আগেই ডান্স বাংলা ডান্সের মঞ্চে বিচারকের ভূমিকা দেখা গিয়েছিল জিৎ কে | এবার ফের ছোট পর্দায় অভিনয় করতে দেখা যাবে অভিনেতা জিৎ কে |
ছোট পর্দায় ফিরছেন অভিনেতা জিৎ
