বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন | তিনি জানিয়েছেন, 2 লক্ষ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উন্নয়নের কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী | একইসঙ্গে তিনি জানান করোনা কালে মানসিক স্বাস্থ্যের সমস্যা বৃদ্ধি পেয়েছে | তাই দেশজুড়ে 23 টি হেলথ সেন্টার তৈরি হবে |
পাশাপাশি নতুন বাজেট অনুযায়ী, 5g টেলিকম সার্ভিস তৈরি শুরু করা হচ্ছে | সব গ্রামে ব্রডব্যান্ড পৌঁছে দিতে চায় সরকার | গণপরিবহন উন্নতিতে বদ্ধপরিকর সরকার |
করদাতারা আপডেট রিটার্ন ফাইল করতে পারবেন | অর্থাৎ বকেয়া কর দেওয়ার জন্য করদাতারা দু’বছর সুযোগ পাবেন | ডিজিটাল মুদ্রা আনবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া |
রাজ্যগুলিকে বিনিয়োগের জন্য সাহায্য করবে কেন্দ্রীয় সরকার | সে উদ্দেশ্যে দেশের প্রতি রাজ্যের সরকারকে এক লক্ষ কোটি টাকার ফান্ড দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন | এতে রাজ্যগুলির স্বনির্ভর হবে বলে মনে করছেন অর্থমন্ত্রী |