সরস্বতী পুজোর আগে বৃষ্টিতে ভিজলো বঙ্গ | সরস্বতী পুজোর কিছুদিন আগে থেকে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হতে শুরু করেছিল | বঙ্গ থেকে উধাও শীত | আজও ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ |
শুক্রবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা 19.5 ডিগ্রী সেলসিয়াস স্বাভাবিকের থেকে 4 ডিগ্রী বেশি | আজকের সর্বোচ্চ তাপমাত্রা 28.5 ডিগ্রি সেলসিয়াস | বাতাসে আদ্রতার পরিমাণ 95 শতাংশ | পশ্চিমী ঝঞ্ঝার জেরে পশ্চিমবঙ্গে হতে পারি বৃষ্টি | আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা ও কলকাতাসহ দক্ষিণবঙ্গের হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে |