নামলো তাপমাত্রার পারদ

দক্ষিণবঙ্গে বৃষ্টি প্রকোপ কমলেও উত্তরবঙ্গে বৃষ্টির নিস্তার নেই | উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান আলিপুর আবহাওয়া দপ্তর | আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এর মতন পাহাড়ি জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা |

মাঘের শেষে রোদ-বৃষ্টির খেলায় নাজেহাল বঙ্গবাসী | বৃষ্টির প্রভাবে স্থায়ী হচ্ছে না শীতের আমেজ | তবে গত দুদিনে তুলনায় আজ তাপমাত্রার পারদ নেমেছে কিছুটা | আজ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3° কম |

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রী সেলসিয়াস | বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ 98 শতাংশ |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *