গত কয়েকদিন আগেই গরু পাচার কান্ড জেরার জন্য তলব করা হয়েছিল করেছিল অভিনেতা দেবকে | গরু পাচার কাণ্ডে সিবিআই এর পর এবার এনামুল হককে গ্রেপ্তার করল এনফর্সমেন্ট ডিরেক্টরেট | তৃণমূল সাংসদ দেবকে জেরা করার পরই, দেব ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এনামুল হককে গ্রেপ্তার করা হয় | এনামুল হককে জেরা করে বেশ কিছু প্রভাবশালী নাম পাওয়া গেছে বলে জানা গিয়েছে |
গ্রেপ্তার এনামুল হক
