গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল কে তলব করল সিবিআই | এদিন সকালে নিজামকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তাকে | কিন্তু তৃণমূল নেতার হাজিরা দিচ্ছেন না বলেই খবর |
জানুয়ারির শুরুতে অনুব্রত মণ্ডল কে দুবার নোটিশ পাঠিয়েছে সিবিআই | তবে ভোট পরবর্তী হিংসা মামলায় তলব করা হয় তাকে | সেবার অসুস্থতার কথা জানিয়ে তৃণমূল নেতা সিবিআই তলব এড়িয়ে যান | এরপরই কলকাতা হাইকোর্টে তরফ থেকে রক্ষাকবচ চেয়ে আবেদন করেন অনুব্রত মণ্ডল | কলকাতা হাইকোর্ট আবেদন মঞ্জুর করে নেয় এবং চলতি মাসের শুরুতেই জানিয়ে দেওয়া হয় হাইকোর্টের নির্দেশ ছাড়া বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার বা তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না |