ইউক্রেনের রাজধানীতে ঢুকে পড়েছে রুশ সেনা | চলছে জোড় কদমে লড়াই | এহেন পরিস্থিতিতে শুক্রবার রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেন নিয়ে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব প্রস্তাব পেশ করে আমেরিকা | ইউক্রেনের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে দৈত্যের আর্জি জানিয়ে ছিলেন |
মোদি সরকার স্পষ্ট করে দেন যে কিছুতেই মস্কোর হাত ছাড়বেন না তিনি | তাৎপর্যপূর্ণভাবে আমেরিকার নিন্দা প্রস্তাব থেকে বিরত থাকে চিনও | এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় পোল্যান্ড জার্মানি ও ইতালি সহ 11 টি দেশ | এই প্রস্তাবের বিরুদ্ধে স্বাভাবিকভাবেই ভেটো দিয়েছে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া |